Phulo Murmu and Jhano Murmu /ফুলো আর ঝানো


Phulo Murmu and Jhano Murmu :-

 Phulo Murmu and Jhano Murmu was india's first female freedom fighter. Phulo and Jhano  brothers name, Sido, Kanhu, Chand and Bhairav .The names of Phulo and Jhano are unknown to many .
Phulo and Jhano
Phulo and Jhano



        

                                           হুল শহীদের রক্তে রাঙ্গা
                                                                            অরূপ গোস্বামী

রাঙামাটির দেশে ইবার লতুন করে নিশান উড়া
বন-বাদাড়ে,ডুংরি -টিলায় ফুটুক দেদার কিস্টচুড়া।
কে বলেছে ভুলব মুরা সিধু কানুর বীরের লড়াই
লালমুহাদের যত বিত্তাপ ভাঙ্গে দিল উঁরা দুভাই।


গরা পল্টন ভাঙ্গছে ঘর, লুটছে উঁরা মুহের দানা
ইজ্জত লুটে ঘরের বহুর,মরদটোকে করল কানা।
ইসব দেখে রিঙ্গাই উঠে সিধু কানুর ভর জুয়ানি
সান্তালরা জোট বাঁধল,যতই দেখাও চোখরাঙানি।


               1855 সালে স্বাধীনতা সংগ্রামের নায়ক হিসাবে সিধু, কানুর নাম সবারই জানা  কিন্তু এমন কিছু স্মরণীয় নারী রয়েছেন যাদের নাম আজও অজানা।তাদের মধ্যে অন্যতম হলেন ফুলো আর ঝানো। স্বাধীনতা সংগ্রামের জন্য যেসব বিদ্রোহ হয়েছিল তার মধ্যে সাঁওতাল হুল বিদ্রোহ সম্পর্কে আমরা সকলেই জানি এই সাঁওতাল বিদ্রোহ সাঁওতালদের  বিদ্রোহ ছিলনা, এটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে অবিভক্ত ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ইংরেজদের  শোষণ, বঞ্চনা ও অত্যাচারের প্রতিবাদে  মহান সিধু ও কানু মুর্মুর  সংগ্রাম ও আত্মত্যাগ শুধু ভারতবর্ষের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা।সান্তালরা ছিল খুব শান্ত প্রিয় প্রকৃতির  মানুষ কিন্তু মহাজন' ও ইংরেজরা নানাভাবে  এদের উপর অকথ্য অত্যাচার শুরু করে । ধীরে ধীরে এই অত্যাচারের প্রকোপ  এতটাই বাড়তে থাকে যে তার কুফল সান্তাল সমাজের নারীদের উপর পড়তে থাকে। সেই অত্যাচারের প্রকোপ এতটাই বাড়তে থাকে যে  সান্তাল   নারীদের ইজ্জতের উপর এসে পড়ে এবং আদিবাসী সংস্কৃতির উপর কালো ছায়া নেমে  আসে।এইসব দেখে শান্ত প্রিয় সান্তালরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মহাজন' ও ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে  বিদ্রোহ ঘোষণা করে , এই বিদ্রোহ 1855 সালে সাঁওতাল হুল বিদ্রোহ নামে পরিচিত।এই স্বাধীনতা সংগ্রামে শুধু পুরুষরাই নয় নারীরাও পুরুষদের সঙ্গে হাতে হাত রেখে এই যুদ্ধে শামিল হয়েছিলেন।সান্তাল হুল বিদ্রোহে যেসব নারীরদের কথা আজও অজানা তাদের মধ্যে অন্যতম হলেন  ফুলো আর ঝানো। এই দুই নারী জীবনকে বাজি রেখে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।এই বিদ্রোহের ফলস্বরূপ সান্তাল নারীদের উপর ভয়ঙ্কর অত্যাচার নেমে আসে । প্রায় 12 হাজার মহিলা ও যুবতী ধর্ষিত হন এবং 3000 নারী ধর্ষিত সহ খুন হন। তাই প্রখ্যাত ঐতিহাসিক জন মিলে তার "History of British India"   গ্রন্থে বলেন-ভারতের স্বাধীনতা সংগ্রামে সান্তাল নারীদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অথচ ইতিহাস থেকে তারা বঞ্চিত রয়ে গেল।ফুলো আর ঝানোর আত্মত্যাগের কথা ভুলবার মতো  নয়।ব্রিটিশ সিপাইরা ফুলো  কে নির্মমভাবে ভাবে ধর্ষণ ও হত্যা করে তাঁর দেহ রেললাইনে ফেলে দেয় ইতিহাসের প্রথম বীরঙ্গনা হিসেবে সাঁওতাল জাতিসত্তা তাঁকে আজও  শ্রদ্ধাভরে স্মরণ করে। 
         23.07.1855 সালে Hindu Intelligence পত্রিকাতে এক সাঁওতাল প্রধানের স্ত্রী কে তুলে নিয়ে যাওয়ার  উল্লেখ রয়েছে।
  অবশেষে 1856 সালে  ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইংরেজদের সঙ্গে লড়াইয়ে  সিধু নিহত হন এবং দ্বিতীয় সপ্তাহে কানু কে ফাঁসি দেয়া হয়

     ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, সরোজিনি  নাইডুর নাম   স্বর্ণাক্ষরে লেখা  থাকলেও  ফুলো আর ঝানোর   কথা স্বাধীনতা সংগ্রামীদের নামের কাছে কোথাও খুঁজে পাওয়া যায় না, এমনকি ইতিহাসের পাঠ্যপুস্তকেও আমরা কোথাও এদের দেখতে পাই না।

                      জহার

                                                    Translate in English


Sidhu, Kanu's name is known as the hero of the freedom struggle in 1855 but there are some memorable women whose names are still unknown. One of them is Phulo and Jhano. We all know about the Santal Hull Rebellion which was one of the revolts that took place for the freedom struggle. This Santal Rebellion was not a rebellion of the Santals, it was the first freedom struggle of undivided India against the British. The struggle and self-sacrifice of the great Sidhu and Kanu Murmur in protest against the exploitation, deprivation and oppression of the British is a rare event not only in the history of India but also in the history of the world. Gradually the prevalence of this oppression increased so much that its evils began to fall on the women of Santal society. The violence continued to escalate to the point where Santal women were disrespected and cast a dark shadow over the indigenous culture. Familiar. Not only men but also women joined hands in this freedom struggle with men. One of the women who is still unknown in the Santal Hull Rebellion is Phulo and Jhano. These two women risked their lives to jump into the freedom struggle. As a result of this rebellion, terrible atrocities were inflicted on Santal women. About 12,000 women and girls were raped and 3,000 women were murdered. So the famous historian John Mille in his book "History of British India" said that the role of Santal women in the freedom struggle of India is the most important but they were deprived of history. It is not to forget the sacrifice of Phulo and Jhano. He threw his body on the railway line. As the first heroine in history, the Santal nation still remembers her with reverence.
         The Hindu Intelligence magazine on 23.07.1855 mentions the abduction of the wife of a Santal chief.
  Sidhu was finally killed in a battle with the British in the first week of February 1856 and Kanu was hanged in the second week.

     In the history of the Indian freedom struggle, the names of Matangini Hajra, Pritilata, Sarojini Naidu are written in gold letters, but the names of Flowers and Jhano are nowhere to be found in the names of the freedom fighters, not even in the history textbooks.

0/Post a Comment/Comments