BIR BAJAL SOREN, বাজাল সরেন

বাজাল সরেন(Bir Bajal Soren)



সাঁওতাল বিদ্রোহের অন্যতম মুখ সিধু , কানুর নাম সকলেরই জানা আছে। কিন্তু  বাজাল সরেনের নাম অনেকেরই অজানা, যার বাঁশিতে ছিল অসাধারণ যাদু। বর্তমান ঝাড়খন্ডের গোড্ডা জেলার সুন্দর পাহাড়ি ঢোকার মুখে বারি বাসস্ট্যান্ডে ছিলো বাজাল সরেনের নিবাস।বাজাল সরেন ছিলেন একদম সাদাসিধে প্রকৃতির  মানুষ। কিন্তু এই ব্যক্তির সাঁওতাল বিদ্রোহের যোদ্ধা হয়ে ওঠার পেছনে ছিল  মহাজন' ও সুদখোর দের  অত্যাচার।বাজাল তার স্ত্রী ও পরিবারের উপর অত্যাচারের প্রতিবাদে রুপসিংহ তাম্বুলী নামে এক মহাজন কে  হত্যা করেছিলেন। ব্রিটিশ পুলিশ তাঁকে বন্দী করার জন্য গ্রামে বাঁশির প্রতিযোগিতার আয়োজন করে। বাজাল সরেন ছিলেন এমন একজন শিল্পী, যার বাঁশির সুরের আকর্ষনে ভীড় জমায়েত হত।বাজাল সরেন সুরের নেশার এমনই পাগল ছিলেন যিনি আপাদ মস্তক বিবেচনা না করে অবিলম্বে ব্রিটিশ পুলিশের সেই ফাঁদে পা ফেলেন। সুযোগ পেয়ে ব্রিটিশ পুলিশ বাজাল সরেনকে গ্রেপ্তার করে এবং পায়ে বেড়ি, হাতে হাতকড়া পরিয়ে তাঁকে সিউড়ি পুলিশ স্টেশনে নিয়ে যায়। তিনি যে সিউড়ি জেল থেকে কিভাবে উধাও হলেন তা সকলের কাছে আজও অজানা। ভারতের স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের মধ্যে যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন তাদের মধ্যে বাজাল সরেন অন্যতম, যার নাম অবশ্যই প্রথম সারিতে আসবে।

                                       ছবি-   আনন্দবাজার পত্রিকা

3/Post a Comment/Comments

Post a Comment