রঘুনাথ মাহাতো

 রঘুনাথ মাহাতো

 

রঘুনাথ মাহাতো
 রঘুনাথ মাহাতো

                   
                                      আপনার জমিন আপানার রাজ
                                              দুর ভাগাও ইংরেজ রাজ

    রঘুনাথ মাহাতো ছিলেন পরাধীনতার বিরুদ্ধে গর্জে ওঠার প্রথম নায়ক।
রঘুনাথ মাহাতো ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহের সাহস দেখানো প্রথম স্বাধীনতা সংগ্রাম বীর শহীদ। রঘুনাথ মাহাতো কে বলা যায় চুয়াড় বিদ্রোহের মহানায়ক। 1738 সালে 21 শে মার্চ একটি মধ্যবিত্ত কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, সারাইকেল্লা খরসাঁওয়া জেলার নিমডি প্রখন্ড ঘুটিয়ারি গ্রামে। রঘুনাথ মাহাতো বাবার নাম কাশীনাথ মাহাতো আর মা  নাম করমী মাহাতো। ছোটবেলা থেকে রঘুনাথ মাহাতো প্রচুর সাহসী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বাধীনচেতা  নির্ভীক ও প্রতিবাদী। ইংরেজরা আশ্রিত তহশিল  দারেরা  যখন এলাকায় আদিবাসীদের দীর্ঘদিন ধরে ভোগ করে  আশা জমির উপর করের বোঝা চাপাতে শুরু করলো , তখন রঘুনাথ এবং তার সহযোগিতায় বিরোধিতা করেন। রঘুনাথ মাহাতো মানুষকে সংগঠিত করে এলাকা থেকে ইংরেজ বাহিনীর প্রতি সরাসরি বিদ্রোহের নেতৃত্ব দেন। তখন ইংরেজরা আদিম ও আন্তর্জাতিক কৃষক বিদ্রোহ কে ঘৃণা ভরে চুয়াড় বিদ্রোহ নাম দেন।  রঘুনাথ মাহাতো তার মাতৃভূমিকে স্বাধীন করার জন্য জমির রাজস্ব বিরুদ্ধে প্রথম আঘাত হেনেছেন। যা ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের জন্য বীজ রোপণ করেছিলেন। ধীরে ধীরে রঘুনাথ মাহাতো বিদ্রোহের বিকাশ যেমন করতে শুরু হতে থাকে। পুলক মাঝি , ডমন ভুমিজ , শংকর মাঝিদের সহযোগিতায় সংঘটিত করলেন ভূমিজ প্রভৃতি জনগোষ্ঠীকে। ঝগড়ু মাহাতো সহযোগিতায় গড়ে তোলেন সশস্ত্র বাহিনী। লাঠি তীর ধনুক বার্সা  শুজিত পাঁচ শতাধিক বিপ্লবীদের আক্রমণে ধুলায় মিশে গেল ইংরেজদের সাধের নিমুধল কেল্লা। এইভাবে একের পর এক ব্রিটিশ ঘাঁটি দখল কল করেন রঘুনাথ মাহাতোর বিপ্লবী বাহিনীরা। 1774 সালে  বিদ্রোহীরা  কিংচুগ পরগনার পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ করে অত্যাচারী ইংরেজ দের হত্যা করেন।  পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে গেছিল যে রঘুনাথ মাহাতো কে ত ধরে আনার জন্য মোটা অঙ্কের পুরস্কারের পর্যন্ত ঘোষণা করতে বাধ্য হয় এই ব্রিটিশ সরকার। 
    1778 সালে 5 এপ্রিল দিনটা ছিল খুবই দুর্ভাগ্যজনক সেদিন ছিল ঝাড়খণ্ডের সিলির পার্শ্ববর্তী লোটা পাহাড়ে সহযোগিদের নিয়ে গোপনে রামগড় অস্ত্রাগার লুন্ঠন পরিকল্পনা খবর পেয়ে ইংরেজরা লোটা  পাহাড় কে ঘিরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। রঘুনাথ মাহাতো এবং তার তার সহযোগীরা মিলে প্রাণপণ চেষ্টা করে। অবশেষে ইংরেজদের গুলিতে রঘুনাথ মাহাতো শহীদ হন। 







তথ্য সূত্র:-
Internet ( Artical)  / Wikipedia


0/Post a Comment/Comments