Breast Tax/Mulakaram নাঙ্গেলি Nangeli

 শুল্ক দেব না ,নিজের স্তন কেটে রুখে দাঁড়ালে নাঙ্গেলি Breast Tax/Mulakaram

gksantali
নাঙ্গেলি  

        ১৮০৩ সালে একটি কুসংস্কার প্রথা চালু ছিল কেরল অঙ্গরাজ্যে ত্রিবাঙ্কর । ত্রিবাঙ্করের রাজা তার রাজ্যের নিচু  জাতের মধ্যে একপ্রকার   শুল্ক  বা করারােপ করেছিল। এই করটির নাম স্তনশুল্ক (Breast Tax)  ,স্থানীযভাষায় নাম মুলাক্করম (Mulakaram)। 

ওই রাজ্যে নিয়ম ছিল শুধু  স্তনের আকার দেখে কর আদাই হত ব্রাহ্মণ ছাড়া অন্য কোনও  নারী তাদের স্তনে  কাপড় দ্বারা আবৃত  করে রাখতে পারবে না। তবে কোনও নারী তার স্তনকে কাপড় দ্বারা  আবৃত করতে চাইলে , তাকে স্তনের মাপের উপর নির্ভর করে নির্দিষ্ট  হারে ট্যাক্স বা কর দিতে হত।মুলাক্করম বা স্তনশুল্কর বড় অংশই যেত   ত্রিবাঙ্করের রাজাদেরকুলদেবতা পদ্মনাভ মন্দিরে। দলিতদের আজীবন   ঋণের নিগড়ে বেঁধে রাখার এই ব্রাহ্মণ্যবাদী প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে  ছিলেন আলাপুঝার এঝাওয়া সম্প্রদায়ের মেয়ে নাঙ্গেলি ।১৮০৩সালে তিনি রাজার নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁর স্তন আবৃত করে  রাখেন। নাঙ্গেলি তার স্তন আবৃত করে রাখায় গ্রামের শুল্ক সংগ্রাহক,  তার কাছ থেকে 'মুলাক্করম' বা স্তন শুল্ক দাবি করেন। কিন্তু নাঙ্গেলি  মুলাক্করম বা স্তনশুল্ক দিতে অস্বীকৃতি জানায়। তবে মুলাক্করম' বা  স্তনশুল্ক র প্রতিবাদে নাঙ্গেলি ক্ষুব্ধ হয়ে নিজের দুটি স্তন ধারালাে অস্ত্র   দিয়ে কেটে কলাপাতায় মুড়ে ওই শুল্ক সংগ্রাহকের হাতে তুলে দেন।  কাটা স্তন দেখে শুল্ক  সংগ্রাহক হতবাক হয়ে যায়।স্তন কেটে   ফেলার কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়  নাঙ্গেলির।   শেষকৃত্যের সময় নাঙ্গেলির স্বামী নিজেও ঝাপিয়ে পড়েন  জলন্ত চিতায়। এই ঘটনার পর থেকেই মুলাক্করম বা স্তনশুল্ক রদ হয়।  তবে 'মুলাক্করম বা স্তনশুল্ক রদ হলেও দক্ষিণ ভারতে নারীদের স্তন   আবৃত  করার জন্য বহু সংগ্রাম করতে হয়েছে।উনিশ শতাব্দীর   মাঝামাঝিতে এসে কিছু হিন্দু নারী তাঁদের শরীরেরউপরের স্তন   আবৃত করার অধিকার দাবি করেন, তখন পুরােহিতরা  স্পষ্ট করে বলে দেন, নিচু বর্ণের নারীদের শরীরের উপরের অংশ আবৃত  করা ধর্মবিরােধী। এ বিষয়টি নিয়ে ১৮৫৯ সালে দক্ষিণ ভারতে দাঙ্গা  পর্যন্ত হয়েছিল। ভারতে এই দাঙ্গা কাপড়ের দাঙ্গা' হিসাবেও পরিচিত।  কেরালায় প্রতি বছর নারী দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়  নাঙ্গেলিকে। নিন্মবর্ণের নারীর  আত্মমর্যাদা  আদায়ের সংগ্রামে আজও  নাঙ্গেলি সে রাজ্যে এক এবং অনন্য সৈনিক। নিজের জীবন দিয়ে তিনি  প্রতিষ্ঠা করেছিলেন নিন্মবর্ণের নারীর সম্মান।


  নাঙ্গেলি Nangeli 

 

0/Post a Comment/Comments