শ্যামসুন্দর হেমব্রম Shyamsundar Hembram

শ্যামসুন্দর হেমব্রম 



            সাঁওতালি সাহিত্যের অন্যতম  লেখক শ্যামসুন্দর হেমব্রম  -এর জন্ম উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার বাডঃসাহি খড়িসোল গ্রামে 10 April 1908 সালে জন্ম গ্রহণ করেন । শ্যাম সুন্দর হেমব্রম ছোট বেলা থেকে ইংরেজ শাসনকে দেখে এসেছেন। তাই পরবর্তী সময়ে তাঁর সচেতন মন পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠে। তাই আমরা দেখি, স্বাধীনতার আন্দোলনে তিনি সামিল হয়েছেন। "ময়ূরভঞ্জ প্রজামণ্ডল সভা"-র সদস্য থাকার অপরাধে তৎকালীন সরকার তাঁকে দেশদ্রোহী আখ্যা দেয়। তথাপি লক্ষণীয়, পরাধীনতার গ্লানি বিষয়ক বা স্বাধীনতা আন্দোলনকে পটভূমি করে তাঁর কোন রচনা নেই। বরং স্বজাতির প্রতি দায়িত্ব ও কর্তব্য তাঁর রচনায় বেশিমাত্রায় প্রকাশ পেয়েছে। শ্যামসুন্দরের গ্রন্থের মধ্যে বেশির ভাগই যাত্রাপালা। পাশাপাশি রয়েছে প্রবন্ধ সংকলন, গল্প, কবিতার সংকলন। 1990 সালে সাঁওতালি সাহিত্যে বিশিষ্ট অবদানের জন্য তাঁকে All India Santali Writers Association-এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। 

শ্যামসুন্দর হেমব্রম-এর গ্রন্থতালিকা-

(১) “খেরওয়াড় বংশ ধরম ডাক",1938 সালে প্রকাশিত  হয় ।


(২) "হাঁডি পাঁউরী গুমীন" এটি সমাজ সংস্কার মূলক যাত্রাপালা। প্রকাশিত হয় 1938 সালে। 


(৩) "ছতরপতি কিন্তু রাপাজ" প্রকাশিত হয় 1948 সালে। 


(৪) "বীর খেরওাল আকিল বাতি”  প্রকাশিত হয় 1952 সালে।


সান্তালি  সাহিত্যের চর্চা করে  লেখক শ্যামসুন্দর হেমব্রম 1991 সালের 9 জুন তারিখে পরলোকগমন করেন।



তথ্য সুত্র ঃ- .

১)_ সান্তালি সাঁওহেৎ রেনাঃ অননম আর হারা ।

২)_সান্তালি সাহিতের ইতিহাস ।

0/Post a Comment/Comments